হাদীস ও ‍ফিকহা-ফাতওয়ার কিতাবাধী অধ্যায়নে এ কথা জানা যায় যে,

(ইন্নি ওয়াজ্জাহতু ওয়াযহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ)

তাকবীর বলে হাত বাঁধার পরে সানা স্থানে পড়ার একটা দোয়া। অথচ আমরা দীর্ঘ  দিন ধরে অনেকেই জায়নামাযের দুআ হিসেবে উপরোক্ত দুআটি পড়ে আসছি ।

আসলে উক্ত দুআটি জায়নামাযের কোন দুআ নয় বরং রাসূলুল্লাহ সাঃ কখনো কখনো এ দুআটি নামায আরম্ভ করার পর সানার স্থানে পাঠ করতেন। এটা নামাজ শুরুর আগে পাঠ করলে দোষ হবেনা। কিন্তু যদি মনে করেন, এটি জায়নামাজে পাঠ করা সুন্নত তাহলে বিদায়ত হবে।

>>>>>>>

(আবূ দাউদ, হাদীস নং-৭৬০)

(মুসলিম, হাদীস নং-৭৭১)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইন্নি ওয়াজ্জাহতু পড়তে হবে না। তবে অনেকে মনে করেন, এটা পড়া উত্তম। কিন্তু এটাকে আবশ্যক মনে করে কিংবা সুন্নাত মনে করে পড়লে বিদআত হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ