আমি ২২" একটা মনিটর ১০০০০ টাকার মতো বাজেটা সেমসাং এর তাছাড়া একটা ইনটেলের প্রোসেসর কিনতে চাচ্ছি??

এখন একটা ডেক্সটপ বানানোর ক্ষেত্রে আমাকে আর কি কি কিনতে হবে সেই গুলোর নাম ও দাম টা জানাবেন .. ?

আমার টোটাল বাজেট ২২ হাজার থেকে ২৫ হাজার টাকার মদ্দে


Share with your friends
Junait

Call

আপনার যে বাজেট এক্ষেত্রে ততটা ভালো

কনফিগারেশনের পিসি হবে না।

Samsung এবং Dell মনিটর দাম একই,

আমার মতে Dell ভালো হবে। আপনার

বাজেট অনুসারে  Dell এর ১৯ ইঞ্চি মনিটরটি

নেওয়া বেটার হবে, দাম ৬২০০ টাকা।


একটি ডেক্সটপ কম্পিউটার সেটের আবশ্যিক

যন্ত্রাংশের নাম সহ মূল্যের তালিকা :

(আপনার বাজেট অনুসারে কনফিগারেশন) 

প্রসেসর intel duel core (সর্বশেষ জেনারেশন) = ৫০০০ টাকা

গিগাবাইট মাদারবোর্ড = ৪৮০০ টাকার মতো 

.

ক্যাচিং সাথে পাওয়ার সাপ্লায় = ২৫০০ টাকার মতো

.

Ram 2 জিবি = 1500 টাকার মতো

.

হার্ডডিক্স 500 GB = ৩৫০০ টাকা (তসিবা)

.

DVD Rom = 1200 টাকার মতো

.

মাউস = 250 টাকা (A4 tech)

.

কিবোর্ড = ৪৫০ টাকা (A4 tech)

* মোট = ২৫,৪০০ টাকা। 

Talk Doctor Online in Bissoy App