অামি নিজেও electrical এর একজন ছাত্র । অার সেই অভিজ্ঞতা থেকেই বলছি electrical ও civil দুটি ডিপ্লোমাই গুরুত্বপূর্ণ । তবে চাকুরি ক্ষেত্রে electrical এর চাহিদা একটু বেশি । তাছাড়া অাপনি এই ডিপ্লোমা নিয়ে বিদেশেও চাকুরি ক্ষেত্রে ভালো অগ্রাধিকার পাবেন ।

Talk Doctor Online in Bissoy App
Unknown

Call

অবশ্যই ইলেক্ট্রিক্যাল , কারণ সব কোম্পানিতে  সিভিল ইঞ্জিনিয়ার লাগে না বা প্রয়োজন পড়লে এক-দুইজন রাখে। কিন্তু প্রতিটা কোম্পানিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এর প্রয়োজন হবেই সর্বনিম্ন 10 থেকে 12 জন ।এইজন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এর চাহিদা বেশি সিভিল ইঞ্জিনিয়ার এর থেকে। 

Talk Doctor Online in Bissoy App
nahid219

Call

আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপট এবং সরকারি চাকুরী এর কথা চিন্তা করেন তাহলে আপনি সিভিল এ ডিপ্লোমা করেন । আর একটা কথা মনে রাখবেন সিভিল এ ভালো করে পড়াশোনা এবং কাজ শিখতে পারলে চাকুরীর অভাব হবে না এবং খুব দ্রুত পদোন্নতি হবে । 

Talk Doctor Online in Bissoy App