কোন অ্যাপস  ইন্সটল দিয়ে ফোন অফ অথবা রিবুট করলে আর
অন হয় না ।  অন করতে হলে ফ্লাশ দিতে হয় ।  ফ্লাশ দেওয়ার 
পর ও এই সমস্যা দেখা যায়।।  কিভাবে ফোন ঠিক হবে ।
কোন অ্যাপস  ইনস্টল না দিলে কোন সমস্যা হয় না ।   অ্যাপস ইন্সটল দিলে অন হচ্ছে হচ্ছে দেখায় কিন্তু হয় না । 

Share with your friends
jalam2360

Call

এখন থেকে আর চিন্তা করবেন না৷ আপনার ফোনে কোন সমস্য নেই৷ তবে phone assist অ্যাপে গিয়ে boot optimization এ auto start বন্ধ করে দিন৷ তারপর ফোন বন্ধ করে চালু করুন আর reebot করুন কোন সমস্যাই হবে না৷

Talk Doctor Online in Bissoy App

Call

আপনার Symphony Xplorer i10 মোবাইলের যদি ওয়ারেন্টি থাকে তবে সিম্ফনি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে আপনার মোবাইলের সমস্যা জানিয়ে সিম্ফনি সার্ভিসিং সেন্টারে মোবাইলটি জমাদিন। তারা সম্পূর্ন ভাবে বিনামূল্যে আপনার মোবাইলটি ঠিক করে আপনাকে দেবে। অথবা মোবাইলটি ঠিক না হলে আপনাকে সিম্ফনি মোবাইল তোম্পানি আরেকটি নতুন মোবাইল দিয়ে দিবে............... [বি:দ্র:-আপনার মোবাইলটি যদি আগে অন্য কোথাও সার্ভিসের জন্যে দেখিয়ে থাকেন অথবা মোবাইলের ওয়ারেন্টি শেষ হয়ে থাকে তবে মোবাইল সার্ভিসিং এর জন্যো চার্জ প্রযোজ্য হবে]

Talk Doctor Online in Bissoy App