গতমাসের ব্লিডিং কত তারিখ হয়েছিল,সেটা জেনে দেখুন ওই অনুয়ারী এই মাসের ব্লিডিং এই মাসের কত তারিখ ছিল?৩- ৫ দিনের মধ্যে ওই দিনটি থাকে, ঠিক আছে।

তবে ব্লিডিং যদি ওনার অনিয়মিত এবং দিনের পার্থক্য অনেক বেশি থাকে,তাহলে ২-৩ দিন অপেক্ষা করুন। তাতেও যদি ঠিক না হয়,তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং সবকিছু বিস্তারিত বলবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রথম কথা হলো--- প্রথমবার মিলনে হাইমেন ছিড়ে যায় ৷ ফলে রক্তপাত হবে এটাই স্বাভাবিক ৷ কিন্তু সেই রক্তপাত বন্ধ ও হবে ৷ এতটা সময় লাগার কথা না ৷ ২য় কথা হলো --- প্রথম বার মিলন করেছেন ৷ উত্তেজনার বসে হয়তো পজিশন ঠিক রাখেননি ৷ এতে করে সারভিক্সে আঘাত পেয়েছে ৷ সেখানে ক্ষত হয়েছে ৷ কিংবা আগে থেকেই ভিতরে ইনফেকশন ছিল যেটাতে আঘাতের কারনে রক্ত পড়ছে ৷ ৩য় কথা হলো ----- মাসিক স্রাব শুরু হলে মেয়েরা বুঝতে পারে ৷ কারন তাদের কাছে হিসেব থাকে প্রতি মাসে কত তারিখে স্রাব শুরু হবে ? কাজেই তাকে জিজ্ঞেস করে দেখুন ৷ যদি স্রাবের তারিখ না হয় বা এখনো দেরি আছে তাহলে এটা ইনফেকশন জনিত কারনে রক্ত পড়ছে ৷ তাই গাইনি ডাঃ এর সাথে পরামর্শ করুন ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ