Unknown

Call

অনলাইনে ভিডিও এডিটিং এর চাহিদা তুলনামূলক কমে যাচ্ছে, এসব কাজ ক্লায়েন্টরা প্রত্যক্ষভাবে করাতে পছন্দ করে।

আপনি কি কাজ পারেন তার উপর নির্ভর করে আপনি আদৌ কাজ পাবেন কি না।

ভিডিও কাটছাঁট, লাইট কারেকশন, গ্রিন স্ক্রিনিং, অ্যাডজাস্টমেন্ট এজাতীয় ছোটখাটো কাজ জেনে যদি ভাবেন আপনি 'ভালো এডিটর' তাহলে কিন্তু ভুল ভাবছেন। হলিউডের বিভিন্ন অ্যাকশন সিন রিক্রিয়েট করার মতো দক্ষতা থাকলেই নিজেকে ভালো এডিটর হিসেবে পরিচয় দিতে পারবেন। আর এজাতীয় সিন তৈরি করেই আপনার পোর্টফলিও সাজাতে হবে। তাহলেই অনলাইন+অ্যাবরোডে চাকুরী পাওয়ার আশা করতে পারেন।

ভালো পোর্টফলিও তৈরি করে Upwork এবং Freelancer এ সাইন আপ করুন। এ দুটি সাইটই আউটসোর্সিং-এ শীর্ষে অবস্থান করছে।

আর অতটা দক্ষতা না থাকলে লোকাল কোনো টিভি চ্যানেল কিংবা অনুরূপ প্রতিষ্ঠানে যোগাযোগ করে দেখতে পারেন, এর চেয়ে বেশি উপরে উঠতে পারবেননা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ