কিভাবে আমি একজন মানুষের সরিরে আয়রন দিব, আয়রন এর পরিমান কত কমলে কত গ্রাম আয়রন দিব।


Share with your friends
Unknown

Call

রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া প্যারেন্ট্রাল আয়রন গ্রহণ করা যাবেনা।

দেহের হিমোগ্লোবিন লেভেল এবং বর্তমান আয়রন লেভেল হিসেব করে ডোজ নির্ধারণ করা হয়। তাছাড়া প্রেসক্রাইবড্ সল্যুশনের ধরণ (আয়রন ডেক্সট্রাম/আয়রন সুক্রোজ) অনুযায়ী ডোজ কমবেশি হয়।

অন্যকোন সাপ্লিমেন্ট চলমান থাকলেও ডোজ পাল্টাতে পারে।


গ্রহণের পদ্ধতি: আয়রন ডেক্সট্রাম শিরা কিংবা নিতম্বে এবং আয়রন সুক্রোজ শিরায় ধীরেধীরে ইনজেক্ট করা হয়। 


আবারও বলছি, প্যারেন্ট্রাল আয়রনের ডোজ নির্ধারণ করার ক্ষেত্রে পেশাদার ডাক্তারের পরামর্শ নিতে হবে, আপনি আন্দাজের উপর নির্ভর করে ডোজ নির্ধারণ করলে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে।

Talk Doctor Online in Bissoy App