সিম্পনি i10+ ফোন টা কেমন।একটু জানাবেন।যারা ব্যবহার করেন।ক্যামেরা কেমন।ব্যাটারিতে চার্জ কেমন থাকে।ইতাদি ইত্যাদি।
Share with your friends

বাজেট হিসেবে আমার ব্যাবহার করা সেরা

ফোন এটি। কেনোনা ক্যামেরা যথেষ্ট ভালো।

ব্যাটারি সার্ভিসও চমৎকার। ১ জিবি র‍্যাম

হিসেবেও অনেক ভালো পারফরমেন্স পাওয়া

যাচ্ছে। 


তবে একটাই সমস্যা পাচ্ছি সেটি হলো

অল্প অল্প ব্যাটারি ড্রেইনিং হয়। যেমন ২-৩

ঘন্টা একটানা ফোন ব্যাবহার না করলে ২-৩% এর মত

চার্জ অটোম্যাটিক্যালি কমে যায়।


এই সামান্য সমস্যাটি ছাড়া মোবাইলটি

চমৎকার পারফরমেন্স দিচ্ছে।

Talk Doctor Online in Bissoy App