শেয়ার করুন বন্ধুর সাথে

প্রথমতো,উপযুক্ত ওয়েবসাইটে রোল ও পিন নম্বর দিয়ে একাউন্টে প্রবেশ করতে হবে।এরপর সেখান থেকে এ্যাডমিশন ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে।তারপর উক্ত ফর্ম প্রিন্ট করে নিতে হবে।অতঃপর টাকা,SSC এর রেজিষ্ট্রেশন কার্ড ও মার্কশীটের ২টি কপি(ফটোকপি),HSC এর {রেজিষ্ট্রেশন কার্ড,মার্কশিক(মূলসহ) ২ কপি}।পাসপোর্ট সাইজ ৪-৬কপি ও স্ট্যাম্প সাইজ ২-৪ কপি ছবি নিয়ে উক্ত কলেজে যেতে হবে।অবশেষে কলেজের উক্ত বিভাগে গিয়ে বললে ফর্মে টাকার পরিমাণ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পূরণ করে দিবে।সেগুলো নিয়ে গিয়ে ব্যাংকের লোকের কাছে উক্ত পরিমাণ টাকা জমা দিতে হবে।এরপর উক্ত বিভাগে গিয়ে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে।ধন্যবাদ!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
rakib20

Call

নিচের লিংকে গিয়ে দেখে নিন

https://lekhaporabd.com/archives/11303

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কনগ্রাচুলেশন আপনাকে৷

নির্ধারিত তারিখের মধ্যে

কলেজে যাবেন সাথে নিবেন

১,আবেদন ফরম৷

২, এস,এস,সি- এইচ,এস,সি এর সার্টিফিকেট ও

মার্ক শিট৷ (ফটোকপি)

৩, HSC এর মূল মার্কশিট৷ যা তারা জমা রেখে দিবেন৷

৪, পাসপোর্ট সাইজের ফটো চার কপি৷

৫, নির্ধারিত পরিমানের টাকা৷

ধন্যবাদ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ