উইন্ডোজজ সেভেন ডিস্ক ডিস্ক দিয়ে নতুন উইন্ডোজ দিয়েছি কিন্তু উইন্ডোজ স্টার্ট হচ্চেনা। windows recovery error ম্যাসেজ টা আসছে। আর নতুন করে রিস্টার্ট দিলে press any to boot from cd/dvd বার বার দেখাচ্ছে, ডিস্ক খুলে রেখে রিস্টার্ট দিলেও একি অবস্থা। বিঃদ্রঃ আমি উইন্ডোজজ দেওয়ার সময় কোন বায়োস সেটাপ করিনি, ডিস্ক ঢুকায়েই ডাইরেক্ট রিস্টার্ট দিয়েই উইন্ডোজ দিয়েছি।
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

Windows সঠিক ভাবে ইনষ্টল করা হয় নি

অথবা অপারেটিং সিস্টেমের কোনো ফাইল

মিসটেক হয়েছে।  পুনরায়  Windows  সেটআপ

করে দেখুন, সমাধান  না হলে  অন্য ডিক্স ব্যবহার

করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ