আমি একটি তথ্য জানতে চাচ্ছি, বাংলাদেশ থেকে প্রতিবছর কত হাজার শিক্ষার্থী প্রাইভেট ভার্সিটি থেকে স্নাতক পাস করছে? আমার সাধারন হিসেব মতে দেশে প্রাইভেট ইউনিভার্সিটি আছে ৮২ টি। বছরে সেশন ৩টি ও ডিপার্টমেন্ট ৮টি ধরলে;  

তাহলে 82 x 30 x 8 x 3 = 59040 (Total no of student admits each year in 3 different session)
তাহলে গত ২০ বছরের হিসেব করলে কোর্স শেষ করছে 59040 x 20 = 1180800 শিক্ষার্থী। 

আমার হিসেবে ভুল হলে সঠিক হিসেব দিতে পারেন।

শেয়ার করুন বন্ধুর সাথে