মোঃরাজি

মোঃরাজি

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

মোঃরাজি

  • Not Specified | |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 13.94k বার দেখা হয়েছে | এই মাসে 13.94k বার
16 টি প্রশ্ন দেখা হয়েছে 10.14k বার
3 টি উত্তর দেখা হয়েছে 3.80k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Blogs

Recent Q&A

ব্যাংক থেকে লোন নেওয়ার ব্যাপারে জানতে চাই?

ব্যাংক থেকে লোন নেওয়া সম্বন্ধে আমার কিছু জানার ছিল। ব্যাংক থেকে লোন নিতে হলে জামানত দিতে হয় ও সুদ দেওয়া লাগে। বেকার কাউকে এসএমই লোন বা নিজের জন্য ব্যাক্তিগত লোন কারা দেয়? সুদবিহীন ও জামানত ছাড়া লোন কোন ব্যাংক দিচ্ছে? অভিজ্ঞ ব্যাক্তিরা জানাবেন। ধন্যবাদ।

0 likes | 2228 views

প্রতি বছর কত হাজার শিক্ষার্থী প্রাইভেট ইউনিভার্সিটি গুলো থেকে স্নাতক পাস করে?

আমি একটি তথ্য জানতে চাচ্ছি, বাংলাদেশ থেকে প্রতিবছর কত হাজার শিক্ষার্থী প্রাইভেট ভার্সিটি থেকে স্নাতক পাস করছে? আমার সাধারন হিসেব মতে দেশে প্রাইভেট ইউনিভার্সিটি আছে ৮২ টি। বছরে সেশন ৩টি ও ডিপার্টমেন্ট ৮টি ধরলে;  

তাহলে 82 x 30 x 8 x 3 = 59040 (Total no of student admits each year in 3 different session)
তাহলে গত ২০ বছরের হিসেব করলে কোর্স শেষ করছে 59040 x 20 = 1180800 শিক্ষার্থী। 

আমার হিসেবে ভুল হলে সঠিক হিসেব দিতে পারেন।
0 likes | 1702 views

ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর এর কাজ কি কেউ কি বিস্তারিত বলবেন?

ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর এর কাজ কি ? কেউ কি বিস্তারিত বলবেন?

0 likes | 4366 views

প্লিজ বলুন আমার পক্ষে কি পেরে উঠা সম্ভব নাকি সিভিল অনেক কঠিন শুধু মেধাবীরাই পারবে?

ভাই আমি ঢাকা পলিটেকনিকএ সিভিল এ চাঞ্চ পেয়েছি। আমি ছাত্র খুব খারাপ।আমি পড়াশোনায় খুবই দুর্বল। ভাই পলিটেকনিকে সিভিল পড়া কি অনেক কঠিন? আমি কি পারবো?

0 likes | 2805 views

উত্তরার গরীব-এ-নওয়াজ এভিনিউ'র নামকরণ কিভাবে হয়েছে?

উত্তরার গরীব-এ-নওয়াজ রোডের নামকরণ কিভাবে হয়েছে? রেফারেন্স সহ নির্ভুল উত্তর দেয়ার জন্য অনুরোধ করছি।

0 likes | 1671 views

বাংলাদেশে অনলাইন বিশ্ববিদ্যালয় আছে কি?

বাংলাদেশে অনলাইন বিশ্ববিদ্যালয় আছে কি,  যেখানে অনলাইনের মাধ্যমে পড়া লেখা করা যাবে?


0 likes | 3068 views

একটি সামাজিক সমস্যা ও কিভাবে এর প্রতিকার হতে পারে?

আসসালামু আলাইকুম,

এ প্রশ্নটি আইন বিভাগে নাকি সামাজিক সমস্যা'র মধ্যে পড়ে এ বিষয়ে আমি নিশ্চিত নই। তারপরও প্রশ্নটি করছি।

আমি বর্তমানে ঢাকার মিরপুরে থাকি। আমি, আমার ভাই ও মা। আমি গত ২ - ৩ বছর ধরে একটি অস্বাভাবিক সমস্যায় পড়েছি। জানি না, এর প্রতিকার কিভাবে করা সম্ভব। আমার ধারনা, এটি আমাদের সমাজ যে দিন দিন চরম অধঃপতনের দিকে যাচ্ছে এর কারনেই আমরা এরকম পরিস্থিতির শিকার। আমাদের পাশের প্রতিবেশি আমাদের প্রতিদিনই গালাগালি করছে। শুধু গালাগালি নয়, অকথ্য ভাষায় গালাগালি। আমাদের সাথে তাদের কোন ঝামেলা হয় নাই। এবং আমরা নিরিবিলি থাকতে ভালবাসি। কারো সাথে যেচে ঝামেলা করা আমাদের স্বভাবে নাই। কিন্তু তারপরও কোন কারন ছাড়াই এরা গালাগালি করছে। এমনকি বাড়ীওয়ালাও এদের সাথে যোগ দিয়ে প্রতিদিনই কটু কথা বলছে। বর্তমান বাসা নিয়েছি ১৫ দিন হবে, বাড়ীওয়ালা আড়ালে আমাদের শুনিয়ে বলছে ২ মাসের বেশি এখানে থাকা যাবে না। এখন আমরা এই নিরব অত্যাচার এর বিরুদ্ধে কি করতে পারি? এটা এমন এক সমস্যা যার জন্য পুলিশের কাছেও যাওয়া চলে না।

অভিজ্ঞ কারো কাছ থেকে প্রশ্নের উত্তর আশা করছি। অগ্রিম ধন্যবাদ।

0 likes | 2941 views

তুলনামূলক কম খরচে কিভাবে উচ্চশিক্ষা নিতে পারি?

আর্থিক সমস্যার কারনে গ্রাজুয়েশন করতে পারছি না। ডিপ্লোমা করেছি, সিজিপিএ'র সামান্য ব্যাবধানের কারণে যে দুটি সরকারী বিশ্ববিদ্যালয় আছে(ডুয়েট ও এএমআইই) সেখানে ভর্তি হওয়া যাবে না। স্বল্প খরচে কোথাও অনার্স করতে চাচ্ছি। কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে যেখানে খরচ কম জানি, কিন্ত এগুলো তো মনে হয় নির্ভরযোগ্য নয়। এছাড়াও আর কোন পরামর্শ কি কেউ দিতে পারবেন কিভাবে উচ্চশিক্ষা নেয়া যায়? 0 likes | 2988 views