আণবিক সংকেতঃ যে সংকেত দ্বারা কোনো যৌগের অণুতে বিদ্যমান মৌলের প্রকৃত সংখ্যা নির্দেশ করে তাকে আণবিক সংকেত বলে।অণু হচ্ছে যৌগের মূল একক । আর যৌগের সংকেতই আণবিক সংকেত। CO2 একটি যৌগ তার আণবিক যৌগের সংকেত CO2 এর অনুরুপ।তাই বলা যায় আণবিক সংকেত কেবল যৌগের অণুর ক্ষেত্রে প্রজোয্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ