1. আমি কয়েক বছর আগে একবার স্বপ্নে পবিত্র ক্বাবা শরীফ দেখেছিলাম । এবং আমার মনে হচ্ছিল আমি পবিত্র ক্বাবা শরীফের চারপাশে পাখির মত উড়তেছি । এবং পবিত্র ক্বাবা শরীফ খুব বড় দেখাচ্ছে । আমি পবিত্র ক্বাবা শরীফের চারপাশ তো দেখতেছি আবার পবিত্র ক্বাবা শরীফের ছাদ ও দেখতে পাচ্ছি । আর আমার ভীষণ ভালো লাগতেছে । 
  2. আবার একবার দেখছিলাম আকাশে আল্লাহ্‌র নাম ভেসে উঠতেছে । আবার বিভিন্ন আরবি বাক্যও ভেসে উঠতেছে । আমার কাছে মনে হচ্ছিল পবিত্র আল-কোরানের আয়াত । নিঃসন্দেহে এগুলো অনেক ভালো স্বপ্ন । আর ঐ রাত্রি গুলোতে আমার কাছে অনেক প্রশান্তিও লেগেছিল । এবং পরবর্তী অনেক দিন আমি বেশ ভালোভাবে নিয়মিত নামায ও পড়েছিলাম।  এগুলোর সঠিক / বিস্তারিত ব্যাখ্যা  কি ? কেউ জানালে খুব খুশি হতাম । 

Share with your friends

এটা ইমাম মাহাদির আগমনের লহ্মন।

Talk Doctor Online in Bissoy App