আমি ফিঙ্গার দিয়েছি পায় ২৭ দিন হল কিন্তু মেন পাওয়ার এখন পাই নাই। আমার ভিসা  যে এজেন্সি কাজ করেছে 

তার সাথে যোগাযোগ করলে সে বলে কিছু দিনের মধ্য হয়ে

যাবে এভাবে আমাকে  ঘুরাছে। কিন্তু এজেন্সি  বলেছিল

ফিঙ্গার দেওয়া ৭ দিনের মধ্যে  বিদেশে

যাওয়ার তারিখ পরবে তাই আমি সকল টাকা

পরিশোধ  করে দেই কিন্তু তার পর ও আমাকে ঘুরাছে।

এখন আমি কি  কোন আইনি সহযোগিতা পেতে পারি।



শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এইসব কাজে অগ্রিম লেনদেন একদম উচিত নয়। যেহেতু ভুল করেই ফেলেছেন কি আর করার?? আপনার যদি প্রমাণ থাকে তবেই আপনি আইনের সহযোগীতা পেতে পারেন। তার আগে ওনার সাথে ও ওনার নিকটতম লোকদের বিষয়টি অবগত করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ