Share with your friends
ArfanAli

Call
তড়িত্‍ রাসায়নিক কোষের তড়িদদ্বারে জারণ-বিজারণ বিক্রয়ার সময় জারণ অর্ধ কোষে ক্যাটায়ন ও বিজারণ অর্ধকোষে অ্যনায়নের আধিক্য ঘটে।
ফলে তড়িত্‍ প্রবাহ ব্যাহত হয় এবং এক পর্যায়ে হ্রাস পেতে পেতে তা বন্ধ হয়ে যায়। অর্ধকোষদ্বয়ের সমতা রক্ষায় লবণ সেতু ব্যবহার করা হয়।
ভূমিকাঃ
1. লবণ সেতু অর্ধকোষদ্বয়ের উভয় দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করে কোষের বর্তনী পূর্ণ করে।
2. লবণ সেতুর মধ্যস্থ KCl/KNO3 উভয় অর্ধকোষের দ্রবণের সাথে কোনো রাসায়নিক বিক্রিয়া করে না, বরং তরলের মধ্যে প্রয়োজনমত ধনাত্নক ও ঋণাত্নক আয়ন সরবরাহ করে
3.লবণ সেতু উভয় অর্ধকোষের দ্রবণের তড়িত্‍ নিরপেক্ষতা বজায় রাখতে সাহায্য করে।
Talk Doctor Online in Bissoy App
Call

গ্যালভানিক কোষ বিক্রিয়ায় লবণ সেতু বা Salt bridge এর প্রধান কাজ হল বিক্রিয়ার আধান সমান করা।ধনাত্মক আর ঋণাত্মক আধান সমান করা।

Talk Doctor Online in Bissoy App
Call

Salt bridge এর ভূমিকা হলো, এটি দুইটি দ্রবনের মাঝে আয়নের সমতা করে রাখে ।

Talk Doctor Online in Bissoy App