শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

হ্যাঁ,  পারবেন।

বাংলাদেশের মতো ভারতে সিমকার্ড কেনার

সময় বাধ্যতামূলকভাবে জাতীয় পরিচয় পত্র

দিয়ে রেজিষ্ট্রেশন করতে হয় না। 

কোনো ডকুমেন্ট ছাড়াই আপনি সিমকার্ড

কিনতে পারবেন। তবে একটানা কিছুদিন

বন্ধ থাকলে সিমটি অটোমেটিক ডিএকটিভ করে

দেওয়া হবে। 

বাংলাদেশের মতো সাম্প্রতিক ভারতবর্ষে ও সিম

কার্ডে আধার কার্ড যুক্ত করা বাধ্যতামূলক করা

হয়েছে।  

তবে আপনি একজন টিউরিষ্ট হিসাবে আধারকার্ড

ছাড়াও সাময়িক ভাবে সিমকাড কিনে ব্যাবহার

করতে পারবেন।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ