Call

ভর্তি ফরম ইন্টারনেট থেকে যথাযথভাবে পূরণ করে A4 সাইজের কাগজে ০২  সেট প্রিন্ট  করুন ১ টি কলেজ কপি অন্নটি  student  কপি ।   (Colour Print )

* এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় পাশের প্রশংসাপত্র ফটোকপি ।

* এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় মার্কশীটের ফটোকপি এবং মূল মার্কশীট।  ২ই টাই লাগবে ।

* ২ থেকে ৪ কপি ছবি ।
এবং টাকা নিয়ে ভর্তি হতে চলে জান ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নেটে ভর্তী ফরম পুরন করতে হবে(কলেজ ও স্টুডেন্ট কপি)। কলেজ কপিতে শিওর ক্যাশে কলেজের নির্ধাটিত ফি জমা দিতে হবে। কলেজে যা লাগবেঃ ১।কলেজ কপিটা( ফরম) ২। এসএসসি ও এইচএসসি মূল মার্কসিট ও দুটা করে ফটোকপি। ৩। ফটো ৩ কপি (পার্সপোর্ট ২টা ওও স্টাম্প ১টা) ৪। রক্তে গ্রুপ এর পত্র ৪। প্রশংসা পত্র ২ টাই মূল

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ