আমি কোনো ভালো বা খারাপ কাজ করলেই মনে হয় এটা কি অন্যায়? এটার জন্য কি পরকালে আল্লাহ কোনো শাস্তি দেবেন? তখন মনে হয় এটাকে এভাবে না করে এভাবে করলে ভাল হতো।এর জন্য মাঝেমধ্যোই মানসিক অস্বস্তিতে ভুগি কি করবো?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যে কোন কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন এবং

তা মানব কল্যাণমূলক হয় তবে তাতে অবশ্যই সাওয়াব

আছে। এতে সন্দিহান সংশয় এর কোন প্রয়োজন নেই।

সঠিকভাবে কোন কাজ করে থাকলে তার উপর আত্ত্ববিশ্বাস

রাখুন। এগুলো একধরণের ওয়াসওয়াসা। প্রত্যেক কাজ

পরামর্শ করে করবেন। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভাই আপনি ৫ ওয়াক্ত নামায পড়া শুরু

করুন।

নামায পড়লে আপনার ভিতর আল্লাহতালার ভয় কাজ

করবে।

ফলে কোন কাজ করার আগে ভাব্বেন

তখন এই রকম হবে না।

কারন ভেবে চিনতে কাজ করলে ভুল হওয়ার 

সম্ভাবনা কম থাকে

তাড়াহুড়া করে কাজ করলে ভুল হবেই।

তাই নামায পড়ুন।

আপনি নামায পড়া শুরু করলে সব জানতে পারবেন।

কোন কাজ করলে পাপ হবে।

আর কোন কাজ করলে পাপ হবে না।

কোন কাজ কোন ভাবে করলে আল্লাহ খুশি হবেন

আশা করি বুঝতে পেরেছেন।

ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ