আমার মোবাইল youtube ও যেকোন browser ভিডিও দেখা যায়না।আর ব্রাউজ করার সময় স্প‌িড অন‌কে কম।ক‌‌িন্তু ডাউনল‌োড করল‌ে স্পিড অনেক আমার ম‌োবইল‌ে সমস্যাটা ক‌ি


Share with your friends

আপনি ভিডিও দেখার জন্য flash player লাগবে।

বর্তমানে অধিকাংশ ওয়েবসাইটই Flash এর উপর নির্ভর করে তাদের কন্টেন্ট তৈরি করে। আবার Youtube, MySpace, Facebook ইত্যাদিতে ভিডিও দেখতে হলে Adobe Flash Player এর বিকল্প নেই, শুধু এসব ওয়েবসাইট কেন- যে কোন ওয়েব ভিডিও দেখতেই এই প্লেয়ার প্রয়োজন যা মূলত ব্রাউজার প্লাগ-ইন হিসেবে কাজ করে।

পিসিতে তেমন কোন সমস্যা না হলেও অনেকেই এন্ড্রয়েড ফোনে ভিডিও দেখতে পারেন না, অনেক সেটে ফ্ল্যাশ প্লেয়ার সাপোর্ট করে না। এটি সহজেই Android 4.0.3 এবং Android 4.1+ এ কাজ করবে, অন্যগুলো সম্পর্কে আমি নিশ্চিত নই।

image

 Download 

 করার পর যেকোন ব্রাউজারে  ভিডিও দেখতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App