শিশুদের ঠান্ডা জ্বর হলে কোন ওষুধ খেলে অবশ্যই সেরে যাবে এবং ভালো ফলাফল পাবো 


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এইস্ (Ace) সিরাপ খাওয়াতে পারেন। . নির্দেশনা : জ্বর, সর্দিজ্বর এবং ইনফ্লুয়েঞ্জা। মাথাব্যথা, দাঁত ব্যথা, কানের ব্যথা, শরীর ব্যথা, স্নায়ু প্রদাহ জনিত ব্যথা, ঋতুস্রাব জনিত ব্যথা এবং মচকে যাওয়ার ব্যথা। অন্ত্রে ব্যথা, কোমরে ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, প্রসব-পরবর্তী ব্যথা, ক্যান্সার জনিত দীর্ঘস্থায়ী ব্যথা, প্রদাহ জনিত ব্যথা ও শিশুদের টিকা দেবার পরের জ্বর ও ব্যথা। বাত ও অষ্টিওআর্থ্রাইটিস এর দরুণ সৃষ্ট ব্যথা ও অস্থিসংযোগ সমূহের অনমনীয়তা। . এটি খুবই ভালো ওষুধ। . খাওয়ানোর নিয়ম: সিরাপ এবং সাসপেনশন : শিশু (৩ মাসের নীচে) : ১০ মি.গ্রা. হিসাবে (জন্ডিস থাকলে ৫ মি.গ্রা. হিসাবে) দিনে ৩-৪ বার। ৩ মাস - ১ বছরের নীচে : ১/২ থেকে ১ চা চামচ দিনে ৩-৪ বার। ১-৫ বছর : ১-২ চা চামচ দিনে ৩-৪ বার। ৬-১২ বছর : ২-৪ চা চামচ দিনে ৩-৪ বার। প্রাপ্তবয়স্ক: ৪-৮ চা চামচ দিনে ৩-৪ বার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ