কিছুদিন কাজের চাপে খেলা দেখা হয়নি।wwe তে কার্ট এঙ্গেল ও শেন মিকম্যানের লাষ্ট ঝামেলাটা কি বিষয়ে ছিলো কেউ বলতে পারবেন??
Share with your friends
ArfanAli

Call

তাদের মাঝে কোনো ঝামেলা ছিলো না। কার্ট এংগেল এর ছেলে Raw team এব সদস্য ছিলো। কিন্তু একটু ইঞ্জুরি হওয়ায় Stephani Curt Angel কে বলেছিলো survivor series এর Raw Team এ তার ছেলেকে নিতে পারবে না। এমতাবস্থায় তার(Curt Angel) ছেলে তার বাবাকে অনুরোধ করছিলো তাকে Raw Team এ নিতে। কিন্তু তার বাবা সিদ্ধান্তহীনতায় ভুগছিলো এবং তিনি স্পিকর মুখে নিয়ে কিছু বলার চেষ্টা করছিলেন এমন সময় Triple H এন্ট্রি করে এবং ঘোষণা দেয় সে হবে Raw Team এর ৫ম সদস্য। বলার পর সে কার্ট এংগেল এর ছেলেকে মেরে রিং থেকে বের হয়ে যায়।

Talk Doctor Online in Bissoy App