আমাদের ঢাকা শহরে ২০০৮ সাল ৩তলা বাড়ী করা। এখন আরো ১তলা উপরে করতে চাই। এখন সর্বমোট কত টাকা খরচ পরতে পারে বাড়ীর ১তলা করতে??? প্রতি তলায় ২টা ৩ রুমের ফ্লাট আছে, এখন অই তালাতেও দুই পাশে দুইটা ৩ রুমের ফ্লাট থাকবে এখন সর্বমোট কত লক্ষ খরচ পরবে??? প্লিস দয়া করে একটু তাড়াতাড়ি জানাবেন। আর যদি পারেন সাথে কোন ভালো কোন কন্টেকটারের নাম্বার দিয়ে দেবেন। জাতে তার থেকে হিসাবটা বুঝে নিতে পারি।
শেয়ার করুন বন্ধুর সাথে
biggan

Call

৩.৫ কাঠা = ২৫২০ বর্গফুট 

আর ১ তলা করতে খরচ পরবে ২৫২০*২০০০= ৫০,৪০,৪০০/- 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ