আগের যুগের স্ত্রীরা তো স্বামির নাম বলতো না।

 এক মহিলা নদীর ওপার যাবে তার স্বামির নাম

 কিভাবে বলবে।

 সেটা ধাধার মাধ্যমে বলল। (তিন তেরো দিয়া বরো নয় দিয়া মিলন কর? 

আমার স্বামীর এই নাম পার কইরা দেও অপার যাম?)


শেয়ার করুন বন্ধুর সাথে
Arman

Call

স্বামীর নাম তিতেনর॥ logic:তিনতেরো=বারনয় এখানে (ত)(ন)(র) দুইবার আছে॥এগুলো যদি বর্ন ক্রমে সাজায় (মানে -ত এরপর -ন পরে -র হয়)আর ত দুইটি ভিন্ন মাত্রায় আছে তাই( -তি এবং -তে দুইটি ব্যবহার করতে হবে॥

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ArfanAli

Call

তিন তেরো = ৩*১৩=৩৯ বার নয় মিলন = ১২+৯ = ২১ দুইটি ফলাফলের যোগফল = ৩৯+২১=৬০ ফলাফল ষাট, এর কাছাকাছি মিলে এমন নাম সাটিয়া। সুতরাং ব্যক্তিটির নাম ছিল সাটিয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ