শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কষ্টের আহাজারিতে ভরপুর জীবন

এহতেসামুল হক আসিফ চৌধুরী 

কষ্টের আহাজারিতে ভরপুর জীবন!!
তবুও হেঁসে হেঁসে কাঁটাতে হয় সময়ের এক একটি ক্ষণ-
ধুঁকে ধুঁকে থাকার অভ্যাস আয়ত্ত করতে হয় প্রতিনিয়ত-
বেঁচে থাকার আশ্বাস এখনো মরেনি-
শত কষ্টের ভারেও ঠিকই বেঁচে থাকা হয় দারুণভাবে।
অতীতের কথা ভেবে কেন নষ্ট হবে জীবন-
নতুন এক প্রেরণায় বাঁচার শপথে উঠে দাঁড়াবো আবার-
হারানো মানুষগুলোকে দেখিয়ে দেবো-
তারা ছাড়াও ভালো থাকা যায়!!
তবু কেন জানি-তুমি আসো মনের গহীনে-
অবাস্তবে তোমাকে নিয়ে হারিয়ে যায় দিগন্তে!
শুধু বাস্তবেই তোমায় দেখে-
মাথা নিছু করে চলে যেতে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পর্দানশীন

*********image


তোমার জল ভরা চোখে

লজ্জার মিঠা আগল।

জানি উঠান অতিক্রমে মুখে "নীল" বিষের তরল।

মাঝখানে থাকনা সন্মানের পারদর্শী ঐ চিকখানা,

দেহের মনের দোষ কারো  ভালো লাগেনা।

রমনীয় হোক লাস্য, আলাপ ও  মুখরা।

স্থায়ী তে কাটুক কয়েক স্বপ্নের প্রহর

শেষের রেশ এ বেশ হোক জম্পেশ অন্তরা।

অনুরাগ, বিতরাগ, বৈরাগ

একতারা,মন্জীরা, না বেহাগ?

যুগে যুগে রয়ে যাবে এই মিল অমিলের কাব্য, 

আর জনমে "রাই" না "নীল"

কবির কলমে তো নিশ্চই রইবো।


আপনার যোদি আরো কবিতা প্রয়জন পরে তাহলে এই সাইট থেকে https://kobitarkontho.blogspot.com/?m=1দেখে আসতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ