ফজরের নামাজের অর্থাৎ আজান দেয়ার আগে ও পরে

মসজিদের মাইকে ইসলামিক সংগীত বা গজল , নামাজে আসার

জন্য বিভিন্ন হাদীস বা বয়ান দেয়া উচিৎ না । 

কেননা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর

সময় এই সব রীতি ছিলোনা । তাই আপনি পারলে আজানের আগে বা পরে গজল না বলে অন্য সময় বলতে 

পারেন । নামাজের দিকে আহব্বান করার জন্য

আজানের চাইতে শ্রেষ্ঠ আহব্বান আর কি হতে পারে??

তারপরও আপনার চাওয়াটাকে সম্মান জানিয়ে একটা

গজলের লিরিক দিলাম , এই গজলটি আমার অনেক ভালো লাাগে । আশা করি সবারই লাগবে ।

আর তাছাড়া আপনি এই লিংকে আরো অনক গজল পাবেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ