অনার্সে ইংরেজীতে ৪০ পেলে পাস করা যায়। শোনেছি ৪৫এর কম পেলে বিসিএস দেওয়া যায় না। ১//এটাকি ঠিক?????? ২//যারা ২য় বর্ষে পেল করে ৩য় বর্ষে ইমপ্রোব দিয়া পাস করে তারা কি বিসিএস দিতে পারবে না?????????? ৩//মোট কত বার দেয়া যায় পরীক্ষা?????
শেয়ার করুন বন্ধুর সাথে

অনার্স ইংরেজিতে ৮০ মার্কের মধ্য ৩২ পেলে পাশ ।আর ইনকোর্স ২০ মার্কের মধ্য ৮ পেলে পাশ।সবমিলে ৪০ পেতে হবে এবং দুটি মিলে আলাদা আলাদা পাশ করতে হবে।আর বিসিএসে এর ক্ষেত্রে অনার্সে দ্বিতীয় বিভাগ থাকতে হবে।সেক্ষেত্রে ৪৫ পেতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ