একজন ছাত্র দেখল একটি বুক সেল্ফে 1st থেকে  

9th পার্ট আছে।  সে দেখলো যে যথাক্রমে 1,3,2,5,9,7,4,8

পার্টটি একটির উপর একটি করে রাখা আছে। কিন্তু সে

6 পার্টটি খুঁজে পেল না। প্রশ্ন হলো: 6 পার্টটি কোথায় ? 


শেয়ার করুন বন্ধুর সাথে

প্রশ্নে দেওয়া আছে 1st থেকে শুরু হয়ে 9 পার্ট আছে 1st.1.3.2.5.9.7.4.8 এখানে 9 পার্টই আছে সুতরাং ৬ নম্বর পার্ট হবে 9

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

একজন ছাত্র দেখল একটি বুক সেল্ফে 1st থেকে  


9th পার্ট আছে। সে দেখলো যে যথাক্রমে 1,3,2,5,9,7,4,8

সিরিয়াল অনুসারে সাজানো রয়েছে।

এখানে "1,3,2,5,9,7,4,8" সংখ্যা গুলো হলো ইংরেজি

নম্বর (Bissoy Answers তে বাংলা দেখাচ্ছে 

তবে অনেক ব্রাউজারেই ইংরেজিতে সো করছে)

------------------------------------------------------

সমাধান: ছাত্রটি বইগুলোর গায়ে লেখা বড়

সংখ্যাটি 9 কে দেখে বইটির পার্ট সংখ্যা 9 বলেছে।

কিন্তু আমরা জানি, যে মোট পার্টের সংখ্যা 8.

বাস্তবেই বইটির পার্ট সংখ্যা 8. 

 সে 6 কে 9 দেখেছে, কারণ 6 নং পার্টটি উল্টা

ভাবে সাজানো ছিল বুক সেল্ফে যার কারণে 6 কে

9 দেখিয়েছে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ