Call

না পড়াটাই উত্তম হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মহাগ্রন্থ আল কুরআন পাঠের প্রাক্কালে ‘আ-উযুবিল্লাহ’ পাঠ করা ইজমায়ে উম্মত দ্বারা সুন্নাত বলে স্বীকৃত হয়েছে। তিলোওয়াত ব্যতীত অন্যান্য কাজে শুধু বিসমিল্লাহ পাঠ করা সুন্নাত, আউযুবিল্লাহ নয়। ফিকাহ বিশারদগণ অভিমত ব্যক্ত করেন যে, তিলোওয়াত কালে উভয়টি পাঠ করা সুন্নাত। তবে একটি সূরা শেষ করে শুধু মাত্র সূরা তাওবা ব্যতীত অপর সূরা আরম্ভ করার পূর্বে যখন তিলোওয়াত আরম্ভ করা হয় তখন ‘বিসমিল্লাহ’ পাঠ করতে হয়। তিলোওয়াত করার সময়ের মধ্যে সূরা বারাআত/তাওবা আসলে তখন বিসমিল্লাহ পড়া নিষেধ। কিন্তু তিলোওয়াতের সূচনাটাই যদি তাওবা বা বারায়াত দিয়ে হয় তখন আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ উভয়টিই পাঠ করতে হবে।-(ফতোয়া-ই-আলমগীরী)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ