আমি আমার husband এর সাথে আমার মাসিক যেদিন হয় ওই দিন মানে ২৮ তারিখ সহোবাস করি। কন্ডোম ব্যাবহার করেছিলাম তার পর ওই দিন রাতে আমার অল্প পরিমান মাসিক হয় তারপরের দিন আর হয়নি। তারপরের দিন আবার একটু করে হয়।  তাই ওই দিন Norix একটা পিল খাই।  কিন্তু এখন আমার মাসিক হচ্ছে না সুধু ওই দুই দিন অল্প করে হয়ছে।

এখন কি আমার প্রেগন্যান্ট হওয়ার কনো সম্ভাবনা আছে।  আর মাসিক হচ্ছে না তার জন্য কি করব। কোন ওউসাধ খেলে আমার মাসিক আগের মত ঠিক ভাবে হবে। 

 প্লিজ একটু তারাতারি  জানাবেন। 


শেয়ার করুন বন্ধুর সাথে

প্রথমত,আপনার প্রেগন্যান্ট হওয়ার কোনো সম্ভাবনা 

নেয়। কারণ মাসিক অবস্থায় সহবাস করলে প্রেগন্যান্ট

 হয় না। 

শতভাগ নিশ্চয়তা দিয়েই বলা যায়। ইমারজেন্সি পিল না

সেবন করলেও প্রাকৃতিক ভাবে প্রেগন্যান্ট হতেন না।

নারীরের সব সময়েই নির্দিষ্ট সময়ে মাসিক হয় না,

হরমোনের কারণে, বিভিন্ন ধরনের পিল/ওষুধ

সেবন করার ফলে মাসিকের তারিখ কয়েক দিন

পিছিয়ে যেতে পারে। 

তাই এখনই দুশ্চিতা না করে আরোও কিছুদিন দেখুন।

অপেক্ষা করে দেখুন কিছু দিনের মধ্য হয় কি না..? 


যদি মাসিকের সময় হতে দ্বিগুন সময় অতিক্রম হয়ে যায়

তাহলে যথা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

* পিরিয়ড হওয়ানোর জন্য মেডিসিন আছে তবে

বিস্ময় অ্যানসার সরাসরি ওষুধ সাজেসন করাকে 

অনুৎসাহিত করে বিধায় ওষুটির নাম বলা যাবে না।

প্রয়োজন হলে চিকিৎসকের সাথে আলোচনা করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ