এখন ব্যাটারির ভালো ব্যাকআপ পাওয়ার জন্য যা করতে পারেন:-

১.আপনার রিসেন্ট অ্যাপগুলো ক্লিন করে দিন।এতে,অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না,চার্জের সাশ্রয় হবে।

২. WiFi,bluetooth, Data connection ব্যবহারের পর বন্ধ রাখুন।

৩. Brightness একদম কমে দিন। প্রথম দিকে একটু একটু অন্ধকার স্ক্রিন মনে হলেও দুএকদিন পর চোখে সয়ে যাবে। এটি ৬০% ব্যাটারির চার্জ সেভ করতে পারে।

৪.Screen off timeout 15/30 second করুন,এতেও চার্জ কম যাবে।

৫.চার্জ দেওয়া অবস্থায় ফোন ইউজ করবেন না,এতে ব্যাটারির ক্ষতি হয়,চার্জ দ্রুত যায়।


Talk Doctor Online in Bissoy App