Atiquzzaman

Call

আপনার চুল উপরে আচড়ানোর জন্য কয়েকটি টিপ্স: » চুলে সপ্তাহে দুইদিন শ্যাম্পু দিয়ে ভালভাবে ধুবেন। চুলে যাতে ময়লা না জমে সেদিকে লক্ষ রাখবেন। » গোসল করার পর চুল শুকিয়ে গেলে কয়েকবার চুল উপরদিকে আচড়ান। » রাতে শোয়ার আগে মাথায় তেল ব্যবহার করুন। জেল ব্যবহার করবেন না। » চুলে মাঝে মাঝে জবা ফুল পীষে দিন। এতে আপনার চুল মোটা এবং কালো হবে। ফলে নিজের নিয়ন্ত্রনে আনতে পারবেন। » চুলে বিভিন্ন সময় বিভিন্ন স্টাইল না আচড়িয়ে প্রতিদিন একই স্টাইলে চুল আচড়ান। অর্থাৎ চুল প্রতিদিন উপর দিকে আচড়ান। » এবং চুল উপরে উঠিয়ে মাঝে মাঝে ১০ থেকে ১৫ মিনিটের জন্য ক্যাপ/টুপি ব্যবহার করতে পারেন।। এসব টিপ্স মেনে চললেই আপনি আপনার চুল স্থায়ীভাবে উপরে ওঠাতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার চুলে শ্যাম্পু করা কিছুদিনের জন্য বাদ দিন তাহলেই হবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ