একটি GMail id অসম্পূর্ণভাবে delet করে দিয়েছিলাম। এখন ঐ একই gmail address দিয়ে আবার gmail  account খুলতে চাই। details:
ভাই আমি ইমেইল আইডি দিয়ে ফেসবুকের আইডি খুলেছিলাম। সাথে ফোন নাম্বারও দিয়েছিলাম। কিন্তু ফেসবুকের জেনারেল সিটিং এ আমার ইমেইল আড্রেস show করছিলনা। তাই আমার ইমেইল আইডি delet করে দিয়েছি। এখন আর ইমেইল আইডি লগইন হয় না। কিন্তু এখনো ঐ ইমেইল আইডি দিয়ে ফেসবুকের আইডি লগইন করা যায়। তাহলে কি আমার ইমেইল delet হয়নি। নাহলে কি ভাবে আমার ইমেইল আইডি সম্পুর্নভাবে delet করে দিব অথবা পুনরায় ফিরে আনব?
please help me?
বি:দ্র:
১  phone number এবং gmail address দিয়ে search দিয়ে account খুজে পাওয়া যায় না
২ ঐ address দিয়ে account খুলতে গেলে লেখা আসে, this username is taken. try another
3  এর আগে দুইটি উত্তর পেয়েছিলাম কাজ হয়নি। উত্তর দুটি নিম্নরূপ
ভাই, আপনার ইমেল আই ডি ডিলিট হয় নি এখনো,কারন ইমেল আই ডি ডিলিট করা যায় না,ডিজট্রবল করা যায়। আর আপনি যেহেতু একবার ইমেল আই ডি দিয়ে ফেজবুক ভেরিফাই করেছেন সেহেতু আপনার ফেজবুক ঐ ইমেল এ্যড্রেজ দিয়ে লগইন হবে, যতক্ষন না পর্য্যন্ত আপনি ফেজবুকে জেনারেল সেটিং এ গিয়ে ইমেল এ্যড্রেজ রিমুভ না করেন। ধন্যবাদ।
ই-মেইল আইডি কিভাবে ডিলিট করেছিলেন...?
আপনি আপনার নাম্বার দিয়ে গুগলে Sign-in করার চেষ্টা করেন..
ওইখানে forgot password- এ ক্লিক করেন..
আপনার নাম্বারে একটা verify মেসেজ যাবে...
সেটা বসিয়ে দেন....নতুন পাসওয়ার্ড দিন...
ব্যস,,ই-মেইল ফেরত পেয়ে যাবেন....

Share with your friends

আপনার মেইলটি ডিলিট হইছে ঠিক আছে

কিন্তু আপনি ফেইসবুকে ওই মেইল দিয়ে লগ ইন করলে লগ ইন হবে এটা স্বাভাবিক।

দেখুন নাম্বার দিয়ে আইডি খোলা থাকলে নাম্বার যদি নষ্ট হয়ে যায় সীমটি যদি আজীবনের জন্য নষ্ট হয়ে যায় তার পরেও ওই নাম্বার দিয়ে আইডিতে লগ ইন করলে লগ ইন হবে জিমেইল এর ক্ষেত্রে ঠিক এ রকম হচ্ছে।

আপনি এখন নতুন মেইল খুলে ফেইজবুকে এড করেন কোড দিয়ে কনফার্ম করেন।তারপর প্রাইমারি মেইল টা নতুন মেইলটা সিলেক্ট করে পুরানটা রিমোভ দিয়ে দেন।কাজ শেষ।

তবে আপনি সেইম নামে মেইল বানাতে চাচ্ছেন আগের নামে আর বানাতে পারবেন না।

ধন্যবাদ।

এর পরেও বুঝতে সমস্যা হলে আইডিতে মেসেজ দিয়েন

facebook.com/hashemkhan01

Talk Doctor Online in Bissoy App