দয়া করে একটু বুজিয়ে বলবেন।এই সমপর্কে আমার ধরনা একটু তাই।।


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

টাকা জমা করার নিয়ম: 

যে কেউ ব্যাংক কর্তৃক জমা রসিদ ফরম পূরণ

করে যে কোনো শাখাতে টাকা জমা করতে পারবে।

টাকা ওঠানোর নিয়ম :

সাধারণ অ্যাকাউন্ট গুলোতে টাকা বিভিন্ন ভাবে

ওঠানো যায়।

  • চেক বই এর মাধ্যমে
আপনার অ্যাকাউন্টটের বৈধ চেকে আপনি যথাযথ

ভাবে স্বাক্ষর করলে উক্ত চেকটি দিয়ে যে কেউ টাকা

ওঠাতে পারবে (চেকে যে তথ্য দেওয়া আছে সেগুলো অনুসারে)

  • ডেবিট কার্ড দিয়ে
গ্রাহক ইচ্ছুক হলে    

তাকে ATM কার্ড দিয়ে থাকে। এই কার্ড দ্বারা আপনি

ATM বুথ থেকে বছরে ৩৬৫ দিন ২৪ ঘন্টা টাকা তুলতে

পারবেন। ATM কার্ডটি ও গোপন নম্বর জানা থাকলে

যে কেউ টাকা তুলতে পারবে। ১ দিনে সর্বোচ ৫০ হাজার

টাকা তোলা যায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ