এটা বলার আগে আংশিক ভেক্টর সম্পর্কে বলি।আমরা df/dxদিয়ে কি বুঝি?x এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য x এর সাপেক্ষে f এর পরিবর্তনের হার।অর্থাৎ f এর পরিবর্তনের হার x এর উপর নির্ভর করে।এখন f এর পরিবর্তনের হার যদি x,y,z এর উপরও নির্ভর করে তাহলে?তখন আলাদা আলাদাভাবে প্রত্যেকটির সাপেক্ষে f এর পরিবর্তনের হারকে বলা হয় আংশিক অন্তরীকরণ।এখন একটি ভেক্টর ক্ষেত্রে (x,y,z) স্থানাঙ্কটি নেই।তাহলে এর আংশিক অন্তরীকরণের রূপটিই ভেক্টর অপারেটর ডেল। $=i(d/dx)+j(d/dy)+k(d/dz) এখানে i,j,k হল তিন অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর। কোন ভেক্টর ফিল্ডে যদি প্রতিটি বিন্দুতে V(x,y,z)=iVx+jVy+kVz এমন রাশি পাওয়া যায় যা অন্তরীকরণযোগ্য,তাহলে তার কার্ল হল: $*V=[i(d/dx)+j(d/dy)+k(d/dz)*(iVx+jVy+kVz) এটি ভেক্টর রাশি।আর ঐ ভেক্টর ফিল্ডের ঘূর্ণন ব্যাখ্যা করে।কার্ল শূন্য হলে,ক্ষেত্রটি অঘূর্ণনশীল।অন্য ক্ষেত্রে এটি সলিনয়েডাল। #NOTE: ১।মোবাইল দিয়ে ডেল চিন্হ দেয়া যায়না তাই $ চিন্হটা ব্যবহার করলাম। ২।সবক্ষেত্রে কোথায় কোথায় ভেক্টর চিন্হ বসবে তা বুঝে নিন। ৩।'*' মানে ক্রস বা ভেক্টর গুণন বুঝিয়েছি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যখন নেভলা সাথে ডট গুনন করলে শূন্য হবে । তখন সেটা সলিনয়েড । এবং যখন নেভলা সাথে ক্রস গুণন করার পরে শূন্য হবে তখন সেই ক্ষেত্রটা অঘূর্ণনশীল এবং সলিনয়েড হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ