আমরা আমাদের মামা বাড়িতে থাকি। আমার বাবা মা ইন্ডিয়াতে বেড়াতে যাবে। তাদের পাসপোর্ট হাতে পেয়েছি। কিন্তু কারেন্ট বিলের বা অন্য কোন বিলের কাগজ আমদের নেই।কারন আমাদের গ্রামে কারেন্ট নেই।এইসব কাগজ না থাকলে কিভাবে ভিসার জন্য আবেদন করতে হয়?
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

বিদ্যাুৎ সংযোগ নেই এই কথাটি একটি অফিসিয়াল

ডকুমেন্টের নিয়ামাবলি মনে লিখিত পেশ করলেও

হবে ,  ডকুমেন্টটি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে

হবে।  

জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সদ্য তোলা ছবি, 

ব্যাংক স্টেটমেন্ট, পেশা অনুযায়ী প্রমাণ পত্র, চেয়ারম্যান

কর্তৃক নাগরিক সনদপত্র,  বিদ্যাুৎ বিলের কাগজ

জমা করতে হবে। 

বিস্তারিত  আবেদন পত্রে লেখা থাকবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ