অনেক সময় আমাদের বস্ত্রে নাপাক পানি লাগে। যার ফলে আমরা ইসলামিক দৃষ্টিতে নামায বা পবিত্র করা যায় না। অনেক হুজুর রা বলে একবার চুবিয়ে নিলেই হয়। আবার অনেক হুজুর বলে,তিন বার তিন পানিতে চুবিয়ে নিতে হয়!!! কোনটা সঠিক??
শেয়ার করুন বন্ধুর সাথে
sajidkhan

Call

কাপরে নাজাসাতে গলিজা লাগলে ৩ বার ভাল ভাবে মোচরিয়ে চিপে ধৌত করা জরুরী ৷ ১ বারে পাক হবে না ৷

নাজাসাতে গলিজা যেমনঃ মল, মুত্র, বীর্য ইত্যাদি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ