আমরা এখন বাচ্চা নিতে চাইছি না। আমরা ডিরেক্টলি সহবাস করলেও বীর্য বাইরে ফেলেছি। তাও পিউলি খাইয়ে দিয়েছিলাম তাকে কামরসের কারনে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে মনে করে। তার ২৮ দিন পার হলেও পিরিয়ড় হচ্ছে না। অথচ বিগত ১২-১৩ বছর ধরেই ২৮ দিনে পিরিয়ড় হয় তার। বমি ভাব এবং তলপেট ব্যাথা করছে। এটা কিসের আলামত?


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার বর্ণনা অনুযায়ী কনসিভ হওয়ার

কথা নয়। তবুও সন্দেহ থাকলে বেবি চেক

স্টিপ দিয়ে চেক করে নিতে পারেন, বর্তমান

আলামত গুলোর কারণ হলো মাসিক ঠিক

সময়ে না হওয়ার কারণে এই উপসর্গ দেখা

দিয়েছে, পিউলির মতো ইমার্জেন্সি পিল সেবনে

শরীরের হরমোনের আধিক্য ঘটে তাই এমন

হতে পারে, সমস্যা অব্যাহত থাকলে গাইনি

বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ