বিটকয়েন খারাপ কোন দিক না থাকা সত্তেও বাংলাদেশ ব্যাংক থেকে এটা ব্যাবহার করতে না বলেছে।তার জন্য 2014সালে একটা নোটিসও দিয়েছে,তবে আমরা জানি এসব নোটিশ দিলেও যারা বিটকয়েন ব্যাবহার করার করতেছে।এখন কথা হলো,আমি বিটকয়েন লেনদেন করি,এটা পুলিশ জানলে,আমাকে কি জেলে নিবে?? 


Share with your friends

বিটকয়েন লেনদেনে অর্থ পাচারের আশঙ্কাও প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক; যার ভিত্তি আছে বলে মনে করেন আহসান মনসুরও। বাংলাদেশ ব্যাংকের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, “নামবিহীন বা ছদ্মনামে প্রতিসঙ্গীর সঙ্গে অনলাইনে ভার্চুয়াল মুদ্রায় লেনদেনের দ্বারা মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সম্পর্কিত আইনের লঙ্ঘন হতে পারে।” এছাড়া, অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে লেনদেনকারী গ্রাহকরা ভার্চুয়াল মুদ্রার সম্ভাব্য আর্থিক ও আইনগত ঝুঁকিসহ বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হতে পারেন বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। অাপনি বিট কয়েন লেনদেন করেন এটা পুলিশ জানতে পারলে অাপনার নামে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সম্পর্কিত আইনে মামলা করবে। অার অাপনার নামে মামলা হলে পুলিশ অাপনাকে ধরে নিয়ে যাবে এবং বিচারের পড় অাপনি জেলে যাবেন বা বেকুচুর খালশ পাবেন।

Talk Doctor Online in Bissoy App