কয়েক দিন অতিরিক্ত হস্তমৈথুন করেছিলাম হঠাত লিংগ শক্ত হয়না, হাতের নক সাদা হয়ে থাকে ও চুল ওঠে প্রচুর, চোখে লাল রক্ত রেখা স্পষ্ট দেখা যায়,শরীর দুর্বল ও বুক ধরফর করে,পেট অগের তুলনায় ফুলেছে ও ডাকে,ঘুম খুব কমে গেছে।এভাবে ৩ মাস পার করে এখন মাঝে মাঝে লিংগ উত্থ্যান হলেও আবার নিস্তেজ হয়ে যায়।এখন কি উপায় আমি স্বাভাবিক জিবনে ফিরে আসতে পারি দয়া করে জানাবেন।এই ঘটনার পুর্বে আমি খুব বেশি ডিপরেশনে ছিলাম।সাহায্য করুন অামাকে।


শেয়ার করুন বন্ধুর সাথে

এটা কোন সমস্যা না , আপনি স্বাভাবিক জীবন যাপন করুন?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ