psc/jsc এর নাম্বারসহ রেজাল্ট পেতে কোন  apps ব্যাবহার করতে হবে।  apps এর লিংক চাই। অথবা,  কোন ওয়েবসাইট ব্যাবহার করতে হবে তার লিংক দিন, যেন সরাসরি রেজাল্ট এর ছকে যেতে পারি। দয়া করে তারাতারি প্রশ্ন টির অনুমোদন দিন।


Share with your friends
Junait

Call

PSC রেজাল্ট/ফলাফল দেখার লিংক

http://www.dpe.gov.bd/


JSC রেজাল্ট দেখার ওয়েব সাইটের লিংক

http://www.educationboardresults.gov.bd/


ওয়েব সাইট প্রচুর জ্যাম তাই মোবাইল দিয়ে

সন্ধ্যার আগে সাধারণত সাইট থেকে রেজাল্ট

বের করা যাবে না।

অ্যাপসের ক্ষেত্রেও এটা প্রয়োজ্য। 

আপনি SMS এর মাধ্যমে রেজাল্ট বের করতে পারেন...

PSC রেজাল্ট জানতে: টাইপ করুন DPE<Space>Student ID (যেমন:-DPE 123456) পাঠিয়ে দিন 16222 নম্বরে..।



জে এস সি ও জে ডি সি এর ফলাফল মোবাইল এ এস এম এস এর মাধ্যমে পেতে ম্যাসেজ অপশোন এ গিয়ে টাইপ করুনঃ-


JSC স্পেস আপনার বোর্ড এর প্রথম তিনটা অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস বছর এর পর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে ফিরতি এস এম এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে জাবেন।


উদাহরন সরুপঃ- JSC DHA 123456 2017 and Send to 16222


মাদ্রাশা বোর্ড এর জন্যঃ-


JDC স্পেস মাদ্রাশা বোর্ডএর প্রথম তিনটা অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস বছর এর পর পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে ফিরতি এস এম এস এর মাধ্যমে আপনার ফলাফল পেয়ে জাবেন


উদাহরন সরুপঃ- JDC MAD 123456 2017 and Send to 16222


বাংলাদেশ এর সকল মোবাইল অপোরেটর থেকে এই এস এম পাঠাতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App