শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নারী বলতে পৃথিবীর অন্যতম প্রাণীমানুষেরস্ত্রী -বাচকতা নির্দেশক রূপটিকে বোঝানো হয় । এর বিপরীত পুরুষ , নর প্রভৃতি । সংস্কৃত নৃ শব্দটি থেকে নারী শব্দটির উৎপত্তি (নৃ +ঈ=নারী) । ‘নারী’ শব্দটি সাধারণত প্রাপ্তবয়স্ক স্ত্রী-মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় , যেখানে ‘ মেয়ে’ শব্দটি ব্যবহৃত হয় স্ত্রী- শিশু বা কিশোরীর ক্ষেত্রে । তাছাড়া বয়সের বাধা ডিঙিয়েও নারী শব্দটি সমগ্র স্ত্রী- জাতিকে নির্দেশ করতে ব্যবহৃত হতে পারে , যেমন: নারী অধিকার দ্বারা সমগ্র স্ত্রীজাতির প্রাপ্য অধিকারকে বোঝানো হয় । একটি মেয়েকেনারীত্বে পৌছে দেয় সেই রজঃস্রাবের শুরুকেই সাধারণত নারী ত্ব শুরু ব'লে ধরা হয় , অর্থাৎ শারীরিকভাবেমেয়েটিরজন্ম দানের সক্ষমতার প্রাকৃতিক সাক্ষ্য সদ্য কিশোরীটিকে নারী হিসেবে প্রতিষ্ঠা দেয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ