জেএসসি পরীক্ষায় A- (GPA 3.57) পেলে কি বিজ্ঞান শাখায় পড়া যাবে? দয়া করে অভিজ্ঞরা উত্তর দিবেন


Share with your friends

পড়া যাবে  যদি আপনি গনিত এবং ইংরেজি ভালো পারেন। এবং যদি আগের চেয়ে পড়াশুনায় বেশি মনযোগ দেন। তানাহলে নানেওয়াই ভালো।

Talk Doctor Online in Bissoy App
Call

এটা আপনার স্কুলের উপর নির্ভর।অনেক উন্নত স্কুলে এপ্লাস না পেলে নেয় না।তবে সাধারণ স্কুলে পারবেন।

Talk Doctor Online in Bissoy App

দেখো তোমার কনফিডেন্স এর ব্যাপারও এখানে আছে। সায়েন্স মানেই পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত। অর্থাৎ গণিত ও বিজ্ঞান বিষয়ে দক্ষতা থাকতে হবে। গণিত ও বিজ্ঞান এ দক্ষতা থাকলে বা পড়াশোনার মাধ্যমে অর্জন করতে পারলে আমি বলবো ভাইয়া সায়েন্সে তোমাকে স্বাগতম । আর যদি তোমার মনে হয় এসব হবে না, তবে বলব সায়েন্স না নেয়াই ভালো। তুমি কত পয়েন্ট পেয়েছো এমনটা ব্যাপার না, তুমি পরবর্তীতে আর কতটুকু করতে পারবে সেটাই মূখ্য। আশা করছি উত্তরটি পেয়েছো।

Talk Doctor Online in Bissoy App
MdRahimKhan

Call

কোনো কোনো স্কুলে GPA 4.00 এর নিচে পেলে বিজ্ঞান শাখায় পড়তে দেয়না। কিন্তু আপনার স্কুলে যদি পড়তে দেয় তাহলে আপনি পড়তে পারেন। কিন্তু আমার মতে আপনার বিজ্ঞান শাখায় না পড়াই উত্তম।

Talk Doctor Online in Bissoy App
Call

বিজ্ঞান ,গনিত ও ইংরেজী বিষয়ে প্লাস থাকা লাগবে। তা না হলে তোমাকে science এ নিবে না।


তবে 8 এ যে পড়াশুনা করছো তার থেকে ১০ গুন বেশী পড়তে হবে।সাইন্স এত্ত সহজ নয়।


যারা সাইন্স নিয়ে কিছু করতে চায় তারা ১২-১৪ ঘন্টা পড়াশুনা করে। এখন তুমি তোমার Future plan কে প্রাধান্য দিয়ে science নিতে পার। 




Talk Doctor Online in Bissoy App