যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে "ক" ইউনিটে আবেদন করতে চান তবে এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৮ পয়েন্ট প্রয়োজন । অর্থাত্‍ এইচএসসি ৩.৪৪ নূন্যতম লাগবে ।
অন্যান্ন কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে বিজ্ঞানে আবেদন করতে এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৮.৫০-৯.০০ পয়েন্ট পর্যন্ত লাগে ।
তাই বলা যায় , আপনি ভালোভাবে পড়ালেখা করে যদি এইচএসসিতে ৪.৫০ এর উপরে পয়েন্ট পান তবে প্রায় সকল বিশ্ববিদ্যালয়েই আবেদন করতে পারবেন ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এক এক versity তে ভর্তির এক এক রকম যোগ্যতা লাগে। তবে তবে এইচ এস সি তে 4.00 পেলে মোটামুটি সব versity তেই পরিক্ষা দেয়া যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ