এতে লাভ কেমন হবে ভাইয়েরা? আমি কাজ টা শিখে একটা দোকান দিতে চাচ্ছি,,এখন ভাবতেছি আমি কি ভবিষ্যৎ এ সফল হতে পারব??? এতে লাভ কেমন হবে? যদি তেমন লাভ না হয়,, তাহলে এমন একটি কাজের ভাল আইডিয়া দিন যাতে বেশি উপার্জন করতে পারি প্লিজ,,,,
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

মোবাইল সার্ভিসিং এর কাজ ভালো করে করতে 

পারলে অনেক লাভবান হওয়া যায়। তবে সচারচর

সার্ভিসিং সেন্টার হওয়াতে কাষ্টমার বেশি হয় না।

যদি এমন কোনো মার্কেটে দোকানটি করতে পারেন যেখানে

সার্ভিসিং সেন্টারের সংখ্যা কম ও বেশি কাষ্টমার পেতে

পারেন সেখানে ব্যবসা করলে অনেক লাভবান হওয়া

যায়। মোবাইল সার্ভিসিং সেন্টারের ব্যবসার পাশাপাশি

ইলেকট্রনিক্সের আরোও অনেক কেনা বেচা করা যায় একই

সাথে/দোকানে।  

বর্তমানে পাবলিক একটু বেশি শিক্ষিত হওয়াতে হ্যান্ডসেটের

যে কোনো সমস্যা হলে নিজস্ব কম্পানির কাষ্টমার কেয়ারে

যায় স্বীকৃত ইঞ্জিনিয়ারদের কাছ থেকে সেবা পেতে। 

(ওয়ারেন্টি থাকলে বা না থাকলেও)

সব মিলিয়ে সার্ভিসিং সেন্টার করে ব্যাবসা টিকিয়ে রাখাটাই

কঠিন, তবে যেমনটা বললাম ঠিকঠাক লোকেশনে ব্যবসাটি

করতে পারলে যথেষ্ট লাভবান হওয়া যায়।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বর্তমানে এর যতেষ্ট চাহিদা রয়েছে তবে অবশ্যই ভাল কাজ না জানা থাকলে লসে পরতে হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ