শেয়ার করুন বন্ধুর সাথে

হযরত আইয়ুব (আঃ) আল্লাহ'র অত্যন্ত খাঁটি বান্দ ছিলেন। শয়তান তাঁকে দেখে হিংসা করতো। আইয়ুব (আঃ) কে দেখে শয়তান ফন্দি করে আল্লাহকে বললো,"আইয়ুব আঃ এর কোন অভাব নেই তাঁর শত পুত্র,তিন কন্যা। আরামের জন্য তাকে তুমি অগনিত সম্পদ দিয়েছ। তাইতো সে তোমার ভক্ত। তাই আল্লাহ তায়াল আইয়ুব (আঃ) এর সকল ধন, সম্পদ,সন্তান,স্ত্রী নিয়ে নিলেন। কঠিন পরীক্ষার মাঝে আইয়ুব আঃ পড়লেন,আত্মীয়,স্বজন সবাই তাঁকে ছেড়ে চলে গেলেন। তারপরও আল্লাহ কে আইয়ুব আঃ ভুলে যান নি। তখন শয়তান বললো,হে আল্লাহ মানুষের শরীরে উপর কষ্ট না এলে মানুষ আল্লাহকে ভুলে না ।তাঁর অস্থি,মাংস বিপন্ন করো। দেখবে তখন তোমার অবাধ্য হবে। এতো কষ্টের পরেও সে আল্লাহকে ভুলে নাই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ