আমার হতে কাঁটার দাগ গুলো কিভাবে দুর করবো??
শেয়ার করুন বন্ধুর সাথে

দির্ঘ দিন হলে কাটা দাগ মুছে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কাটা দাগ দূর করার উপায়ঃ ১। লেবুর রস: কাটা বা পোড়ার দাগের ওপর লেবুর টুকরা ঘষুণ। লেবুর রস দাগ দূর করতে সহায়ক। ২। বরফের টুকরো: দাগ দূর করার অন্যতম সহজ ঘরোঢ়া উপায় এটি। একটি বরফের টুকরো নিয়ে দাগের ওপর কিছুক্ষণ ঘষে নিতে হবে। ৩। অ্যালোভেরা: ফ্রেশ অ্যালোভেরার জেল দাগের ওপর লাগান। কিছুক্ষণ ব্যবহারে ভালো ফল পাবেন। ৪। মধু: দাগের ওপর সামান্য মধু প্রত্যেহ লাগিয়ে দেখুন। ভালো ফল দেখতে পাবেন। ৫। নারিকেল তৈল: যখন কেটে গিয়ে দাগ হবে,তখনি দাগের ওপর নারিকেল তৈল লাগিয়ে নিন। ৬। শসা:কয়েক টুকরা শসা নিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। দাগ তুলতে এই পেস্টটি ব্যবহার ভালো ফল পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ