আমি আনসার ব্যাটালিয়ন সম্প্রকে জানতে চাই । সাধারনত কখন নিয়োগ বিগ্গপ্তি ছাড়া হয় বিস্তারিত জানতে চাই
শেয়ার করুন বন্ধুর সাথে
asaria

Call

বাংলাদেশ আনসার বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ ও সংরক্ষণের জন্য গঠিত একটি বাহিনী। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয় । আনসার মুলত একটি আরবি শব্দ যার অর্থ যে ব্যক্তি সাহায্য করে এবং বিশেষ করে তাদের বুঝায় যারা মুহাম্মদের সাথে মক্কা থেকে মদীনা হিজরত করেন।

সক্রিয় (১৯৪৮–বর্তমান)

দেশ

 পাকিস্তান (১৯৪৮–১৯৭১)


 বাংলাদেশ (১৯৭১–বর্তমান)

আনুগত্য বাংলাদেশ

ধরন অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ

আকার প্রায় ৫,৮৪০,০০০

গ্যারিসন/সদরদপ্তর গাজীপুর, বাংলাদেশ

বার্ষিকীসমূহ : ২৬ মার্চ

যুদ্ধসমূহ : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ

মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নাজিম উদ্দিন

ইতিহাস....

১৯৪৭ সালে ভারত বিভাগের সময় ভারতীয় গার্ডের কিছু সদস্য, যারা পরবর্তীতে পাকিস্তানের নাগরিক হয়, সেখান থেকে বের হয়ে আনসার বাহিনী গঠন করে। ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান আনসার আইন দ্বারা আনসার বাহিনী পূর্ব পাকিস্তান আনসার হিসাবে গঠিত এবং ১৯৪৮ সালের ২য় ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে

স্বাধীনতার পুর্বে.....

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়, আনসারের বেশির ভাগ সদস্য পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মুক্তিবাহিনীর গেরিলা সদস্য হিসেবে যোগদান করেন। বাংলাদেশের স্বাধীনতার পর, বাংলাদেশ আইন দ্বারা আনসার হবাহিনী আবার পুনর্গঠিত হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সরকার আনসার বাহিনীর ভূমিকাকে গুরুত্ব দিয়ে আনসার বাহিনীকে জনগণের প্রতিরক্ষা বাহিনী হিসেবে মনোনীত করেন।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ