১৬ জিবি ৫২০ টাকা (৬-১) বছরের গ্যারান্টি ৩২ জিবি ৯০০ টাকা ৬ মাস ৩২ জিবি ১৩০০ টাকা লাইফটাইম।  তবে পেনড্রাইব ভালো হয় আপনি কি মনিটরে ব্যাবহার করবেন ??  মনিটরের জন্য পেনড্রাইব ভালো হবে ।।  সর্বনিম্ন মেমরি বা পেনড্রাইভ খুব একটা ভালো হয় না । ১৬ জিবি ২০০ টাকা # ৩২ জিবি ৩০০-৩৫০ টাকা  (কোন গ্যারান্টি ওয়ারেন্টি নাই) 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Transcend 16gb =  900tk

Sandisk 16 gb=   1000tk


Adata 32gb = 1500tk

Sandisk 32 gb=   1550tk

ভাল মানের মেমরি কিনতে গেলে, উপরোক্ত কোন একটি ব্র্যান্ডের  মেমরি দেখতে পারেন। তবে বাজারে ৪৮০-৫০০ টাকার ভিতরেও, ১৬ জিবির মেমরি পাওয়া যায়।  ৩২ জিবির ক্ষেত্রে  ৮৫০থেকে ৮৮০ টাকার মধ্যে পাবেনন। দোকানে যেয়ে দরকষাকশি করে নিতে পারেন।

যদি পিসির জন্য ইউজ করতে চান তাহলে, পেনড্রাইভ ই ভালো হবে। আর মোবাইল ফোনে ব্যবহারের জন্য মেমরি কার্ড ই ব্যবহার করতে পারেন। ফোনে পেনড্রাইভের জন্য আলাদা ওটিজি কেবল লাগবে। তাছাড়া মেমরি কার্ডের চেয়ে পেনড্রাইভের দাম বেশি। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ