জন্ম নিয়ন্ত্রন পিল কখন থেকে শুরু করতে হবে? মাসিক শেষ হয়ে গেলেও কি শুরু করা যাবে? আর ওই সময় সহবাসের জন্য কি কনডম ব্যবহার করতে হবে? মাসিক শেষ হয়ে গেলে শুরু করলে কত দিন কনডম ব্যবহার করতে হবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call
মাসিক চলাকালীন সময়েই পিল সেবন করার
উত্তম নিয়ম।

জন্মবিরতীকরণ পিল মাসিক শুরু দ্বিতীয় দিন থেকে

যতদিন পর্যন্ত বাচ্চা নিতে না চান, ততদিন

পর্যন্ত ফেমিকন খাওয়া চালিয়ে যেতে হবে।


সহবাস করলেও প্রতিদিন 1 টা করে খেতে

হবে, সহবাস না করলেও প্রতিদিন 1 টা

করে খেতে হবে, প্রতিরাতে।

কোন কারনে 1 দিন খেতে ভুলে গেলে

পরের দিন দুইটা একসাথে খেতে হবে।



যতদিন বাচ্ছা নিতে

না চান ততদিন পর্যন্ত একটানা খেতে হবে

কোন সমস্যা হবেনা।


এই জীতায় ঔষধ নিরাপদ পরবর্তীতে যখন

বাচ্ছা নিতে চাইবেন ফেমিকন খাওয়ানো

বন্ধ করে দিলে বাচ্ছা নিতে গর্ভাশয় উন্মুক্ত

হয়ে যাবে।


সঠিক সময়ে মাসিক হয়ে যাবে, মাসিক

চলাকালীন খয়েরি বড়ি সিরিয়াল অনুযায়ী

খেতে হবে।


পুরোপুরি বিস্তারিত জানার জন্য 30 টাকা

দিয়ে 1 প্যাকেট ফেমিকন কিনুন, দেখুন

ঔ প্যাকেটের ভিতর ছবি সহ বিস্তারিত

লিখা আছে।


বিঃদঃ কোন বিরতি দেওয়া যাবেনা, সহবাস
হলেও খেয়ে যেতে হবে, সহবাস না হলেও
চালিয়ে যেতে হবে। ( ফেমিকন) 


সাবধানতাঃ ইমারজেন্সি পিলের কথা

বলিনি। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ